
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' নিয়ে সোশাল মিডিয়ায় বিরূপ মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হল অশোকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে। বিজেপি যুব মোর্চার একজন নেতার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার (এসিপি) অজিত সিং ফোনে বলেছেন, "আলী খান মাহমুদাবাদকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন সিঁদুর সম্পর্কিত কিছু মন্তব্যের দেরে এই পদক্ষেপ। ধৃত অধ্যাপক সোশাল মিডিয়ায় সেনাবাহিনীর মহিলা অফিসারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। যা জাতিগত উত্তেজনাকে উস্কে দিয়েছেন।"
অশোকা বিশ্ববিদ্যালয়ের তরফে এক এক বিবৃতিতে বলা হয়েছে, "অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে রবিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এই খবর আমরা জানতে পেরেছি। আমরা পুরো মামলার বিশদ বিবরণ যাচাই করছি। বিশ্ববিদ্যালয় তদন্তে পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।"
অপারেশন সিঁদুরের নিয়ে মন্তব্যের জন্য হরিয়ানা রাজ্য মহিলা কমিশন এই সহযোগী অধ্যাপককে নোটিশ পাঠানোর কয়েকদিন পর তাঁকে গ্রেপ্তার করা হল। কমিশনের চেয়ারপারসন রেনু ভাটিয়া বলেছিলেন, "আমরা দেশের কন্যা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংকে স্যালুট জানাই। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ান এমন অধ্যাপক তাঁদের জন্য যে ধরণের শব্দ ব্যবহার করেছেন... আমি আশা করেছিলাম যে তিনি আজ অন্তত কমিশনের সামনে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করবেন।" কমিশনের মতে, তিনি যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, তা সেনাবাহিনীর মহিলা সদস্যদের সম্মানহানি ঘটাতে পারে এবং সমাজে অশান্তি তৈরি করতে সক্ষম।
কী বলেছিলেন অধ্যাপক মাহমুদাবাদ?
সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে এক ফেসবুক পোস্টে অধ্যাপক মাহমুদাবাদ লেখেন: 'অনেক ডানপন্থী সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। এটা ভাল। তবে তাঁরা যদি একইরকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার মুসলিম নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন, তা হলে সেটাই প্রকৃত দেশপ্রেম হবে।' পাশাপাশি তিনি আরও লিখেছিলেন, 'এই ধরনের জাতীয় ব্রিফিং শুধু বাহ্যিক শোভা বা অপটিক্স, যা আসলে দ্বিচারিতা ছাড়া কিছু নয়।'
এই মন্তব্য ঘিরে বিতর্ক মাথাচাড় দিতেই নিজের বক্তব্যের সপক্ষে অধ্যাপক মাহমুদাবাদ বলেছেন, "আমার মন্তব্যে কোথাও নারীবিদ্বেষ নেই। আমি বরং প্রশংসা করেছি যে একজন মুসলিম নারী অফিসারকে এমন গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে সামিল করা হয়েছে। আমি শুধু বলতে চেয়েছি, এই অন্তর্ভুক্তির মানসিকতা যেন দেশের অন্যান্য মুসলিম নাগরিকদের প্রতিও দেখানো হয়। মহিলা কমিশনের পাঠানো নোটিশে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। আমার পোস্ট সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি শান্তি ও সম্প্রীতির পক্ষে।"
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
১০০ দিনের কাজে চুড়ান্ত অসঙ্গতি: কংগ্রেসের তীব্র সমালোচনা মোদি সরকারের বিরুদ্ধে
পার্কিংয়ে থাকা গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু চারটি শিশুর, কিসের অবহেলায় এমন ঘটনা জানলে অবাক হবেন
মানুষ মেরে খাইয়ে দেওয়া হত কুমিরকে, নিশানায় ছিল ট্রাক এবং ট্যাক্সিচালক, পুলিশের জালে ‘ডক্টর ডেথ’
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট